রানা ফারুকের সৌজন্যে প্রাপ্ত মুক্তচিন্তার কিছু বইয়ের তালিকা

মুক্তমনায় রানা ফারুক কিছু প্রগতিশীল মুক্তচিন্তার বইয়ের খোঁজ জানতে চেয়েছেন। সে উপলক্ষে অনেকে একাধিক বইয়ের নাম দিয়েছেন। বইগুলোর তালিকাটি নিম্নরূপ:

# অভিজিৎ এর মতে:

# রফিক বেশ কিছু ব্লগ ও ওয়েব সাইটের নাম দিয়েছেন।
# নাস্তিকের ধর্মকথা দিয়েছেন বেশ কটি লেখার লিংক। প্রথমে তিনি নিজের কয়েকটি লেখার কথা বলেছেন।

নাস্তিকের ধর্মকথা আরও কয়েকটি লেখাকে পাঠপ্রয়োজনীয় বলে প্রস্তাব করেছেন। লেখাগুলো হলো:

# অনন্ত বিজয় দাশ কয়েকটি প্রাথমিক স্তরের পাঠকের উপযোগী বাংলা বই বলেছেন। তাঁর মতে এই বইগুলো "একজন মানুষের মনে বা চিন্তায় সংশয়, যুক্তির দৃঢ়তা আনয়ণে, বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।" অনন্ত বিজয় দাশের প্রস্তাবিত বইগুলো হলো:-
  • প্রবীর ঘোষ- ‘অলৌকিক নয় লৌকিক’ (১ম থেকে ৫ম খণ্ড)
  • প্রবীর ঘোষ- ‘আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না’
  • প্রবীর ঘোষ- ‘যুক্তিবাদীর চ্যালেঞ্জাররা’ (১ম-২য় খণ্ড)
  • প্রবীর ঘোষের সম্পাদিত গ্রন্থ ‘যুক্তিবাদীদের চোখে ধর্ম’
  • প্রবীর ঘোষ ও ওয়াহিদ রেজার যৌথভাবে সম্পাদিত ‘দুই বাংলার যুক্তিবাদীদের চোখে ধর্ম’।
  • ভবানীপ্রসাদ সাহুর- ‘ধর্মের উৎস সন্ধানে’
  • ভবানীপ্রসাদ সাহুর- ‘মৌলবাদের উৎস সন্ধানে’
  • ভবানীপ্রসাদ সাহুর- ‘অধার্মিকের ধর্মকথা’
  • ভবানীপ্রসাদ সাহুর-‘আস্তিক-নাস্তিক’
  • সুকুমারী ভট্টাচার্যের ‘প্রাচীন ভারত নারী ও সমাজ’
  • সুকুমারী ভট্টাচার্যের ‘প্রাচীন ভারত সমাজ ও সাহিত্য’
  • সুকুমারী ভট্টাচার্যের ‘হিন্দু সাম্প্রদায়িকতা’
  • বার্ট্রান্ড রাসেলের- গ্রন্থের বাংলা অনুবাদ ‘কেন আমি ধর্মবিশ্বাসী নই’
  • বার্ট্রান্ড রাসেলের- ‘ধর্ম ও বিজ্ঞান’
  • বার্ট্রান্ড রাসেলের- ‘বিবাহ ও নৈতিকতা’
  • জয়ান্তানুজ বন্দোপাধ্যায়ের- ‘ধর্মের ভবিষ্যৎ’
  • জয়ান্তানুজ বন্দোপাধ্যায়ের- ‘মহাকাব্য ও মৌলবাদ’
  • জয়ান্তানুজ বন্দোপাধ্যায়ের- ‘সমাজবিজ্ঞানের দৃষ্টিতে ভগবদ্গীতা’
  • জয়ান্তানুজ বন্দোপাধ্যায়ের- ‘গণতন্ত্র, ধর্ম ও রাজনীতি’
  • শফিকুর রহমানের- ‘পার্থিব জগৎ’
  • শফিকুর রহমানের- ‘হিউম্যানিজম’
  • শফিকুর রহমানের- ‘গোলাম আজমের ইসলাম নাৎসিবাদ ও ফ্যাসিবাদ’
  • মনিরুল ইসলামের ‘বিজ্ঞানের মৌলবাদী ব্যবহার’ (ক্যাথার্সিস পাবলিশিং, ঢাকা, ২০০৮)।
  • অধ্যাপক হুমায়ুন আজাদ- ‘নারী’
  • অধ্যাপক হুমায়ুন আজাদ- ‘আমার অবিশ্বাস’
  • শিবনারায়ণ রায়- ‘প্রবন্ধ সংগ্রহ’ (১ম ও ২য় খণ্ড)
  • শিবনারায়ণ রায়- ‘মূঢ়তা থেকে মানবতন্ত্রে’
  • শিবনারায়ণ রায়- ‘নজরুল থেকে তসলিমা : বিবেকী বিদ্রোহের পরম্পরা’
  • বেনজীন খানের ‘দ্বন্দ্বে ও দ্বৈরথে’,
  • সলমান রুশদিদের 'সেফ হ্যাভেন ও একজন সম্মানিত বিবেক’
  • ‘পশু কোরবানি ও একটি বিকল্প প্রস্তাব’ (সম্পাদিত), ‘প্রকাশিত গদ্য’।
  • রাহুল সাংকৃত্যায়ন- ‘তোমার ক্ষয়’
  • রাহুল সাংকৃত্যায়ন-‘দর্শন দিগ্দর্শন’ (১ম ও ২য় খণ্ড)
  • রাহুল সাংকৃত্যায়ন- ‘বৌদ্ধ দর্শন’
  • রাহুল সাংকৃত্যায়ন- ‘বৈজ্ঞানিক বস্তুবাদ’
  • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়- ‘লোকায়ত দর্শন’
  • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়- ‘প্রাচীন ভারতে বস্তুবাদ প্রসঙ্গে’
  • কাজী আব্দুল ওদুদের ‘প্রবন্ধ সংগ্রহ’
  • আবুল হুসেনের ‘প্রবন্ধ সংগ্রহ’
  • শামসুল হকের ‘নারীকোষ’
অনন্ত বিজয় দাশ এই বইগুলো ছাড়াও আরজ আলী মাতুব্বর, ড. আহমদ শরীফ প্রমুখের লেখা বইগুলির নাম প্রস্তাব করেছেন।

# মামুন এর মতে- "বন্যা আহমেদের লেখা 'বিবর্তনের পথ ধরে' বইটি পড়লে জীবন, জগত, দর্শন, বিজ্ঞান, মহাবিশ্ব এক কথায় একসাথে অনেক কিছু জানা যাবে। জীবনকে বোঝার জন্য এ এক মহাদলিল"।

# এগুলো ছাড়াও রয়েছে সিলেট থেকে প্রকাশিত পত্রিকা যুক্তি। এ পর্যন্ত যুক্তি পত্রিকার মাত্র ২টি সংখ্যা বের হয়েছে। দুটো সংখ্যাই মুক্তমনা সাইট থেকে ডাউনলোড করা যাবে।

মুক্তচিন্তার সহায়ক বইগুলোর মধ্যে আর একটি হলো ঢাকা থেকে প্রকাশিত মুক্তান্বেষা ম্যাগাজিন। এ পর্যন্ত এই পত্রিকার তিনটি সংখ্যা বের হয়েছে।
মুক্তমনায় মুক্তান্বেষা পত্রিকার লিংকগুলো হলো:-

# আরও জানার জন্য নিচে উল্লেখিত ওয়েবসাইটগুলো দেখতে পারেন:-

10/Post a Comment/Comments

  1. প্রযোজনীয় বইগুলোকে একতাকে রেখে দেয়ার জন্য ধন্যবাদ।

    ReplyDelete
  2. ভালো সংগ্রহ, কাজে দেবে

    ReplyDelete
  3. Good Collection. Continue....

    ReplyDelete
  4. Oh! what a great collection. I am bookmarking this page.
    thank you agni

    ReplyDelete
  5. অত্যন্ত মূল্যবান সংকলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত পাঠক হয়ে গেলাম আপনার ব্লগের।

    ReplyDelete
  6. আপনাকেও অসংখ্য ধনবাদ। আপনাকে নিয়মিত পাঠক হিসেবে পেয়ে আমি আনন্দিত।

    ReplyDelete
  7. সমৃদ্ধ সংগ্রহ। পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করা শুরু করে দিলাম। আশা করি অনেক অজানা তথ্য জানতে পারবো।

    ReplyDelete
  8. প্রয়োজনীয় বইগুলোর এই তালিকাটি এতদিন চোখে পড়েনি, ভাবতেই লজ্জা লাগছে। শেয়ার করার জন্য লেখককে ধন্যবাদ।

    aR
    Bangla Hacks

    ReplyDelete
  9. হ্যাঁ, এই বইগুলো মুক্তমনা মানুষ শুধু নয়, যাঁরা সত্য জানতে ইচ্ছুক, যারা মনের চারপাশের দেয়াল ভেঙে ফেলতে চায়, তাদের জন্য এই ধরণের বই পড়ার কোন বিকল্প নেই।

    আপনাকেও ধন্যবাদ

    ReplyDelete
  10. এই যে মিস্টার যে সাইট গুলো দিয়েছেন তাদের মধ্যে ৯০% সাইট ই তো মিশনারি দের সাইট। আর মুক্তমনারা যে কি পরিমান ভণ্ড সেটা বলার অপেক্ষা রাখে না। আগে নিজে ঠিক টা জেনে এর পরে সেটাকে প্রচার করেন এমনি এমনি ফাল দিয়ে কিছুই হয় না

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post