প্রথমেই পাবনায় বাস করা জামাত শিবিরবেষ্টিত এক দুর্ভেদ্য নগরীর এক প্রচন্ড সাহসী ছেলে রানা ফারুককে ধন্যবাদ জানাই।
সে সম্প্রতি মুক্তমনায় চিঠি লিখে জানিয়েছে তার বন্ধনমুক্তির কথা। সে লিখেছে মুক্তমনা ওয়েব সাইটের বিভিন্ন লেখা পড়ে সে বাস্তবতা বুঝতে পেরেছে। সে জানতে পেরেছে তার বিশ্বাসের আসল স্বরূপ। শৈশব থেকে মেনে আসা বিশ্বাস যে কতটা অন্তসারহীন তা জানতে পেরে সে কিছুটা বিস্ময়াভিভূত। এই মুহূর্তে তার মানসিক অবস্থা কিছুটা বিক্ষিপ্ত। সে সিদ্ধান্ত নিতে পারছে না। বুঝতে পারছে না তা বর্তমান দার্শনিক অবস্থান সম্পর্কে।
আসলে এটা স্বাভাবিক। শৈশব থেকে জানা কথাগুলো, মেনে চলা বিশ্বাসগুলো বিনষ্ট হবার ফলে প্রাথমিকভাবে মানসিক শান্তি বিঘ্নিত হবারই কথা। পরকালের দোজখের ভয় কি এত সহজে অবজ্ঞা করা যায়? বেহেশতের রঙিন হাতছানি এত সহজে কি ছুড়ে ফেলা যায়?
রানা ফারুক সকলের কাছে সহায়তা চেয়েছে। অতিরিক্ত পাঠের জন্য সে কিছু বইয়ের নাম জানতে চেয়েছে। এই সুযোগে অনেকগুলো পাঠপ্রয়োজনীয় বইয়ের নাম পাওয়া গেল। গতানুগতিক ভাবনার বাইরের এক বিশাল জগতের সন্ধান দিতে সক্ষম এই বইগুলোর জন্য অন্য সবাইকে ধন্যবাদ। রানা ফারুককে ধন্যবাদ এজন্য যে তিনি পড়তে চেয়েছেন বলেই বইগুলোর নাম পাওয়া গেল।
রানা ফারুক, অন্ধকারের কানা গলি থেকে মুক্তির অনন্ত পথে যে বিজয়যাত্রা আপনি শুরু করেছেন, তার শুভ কামনা করছি। এক আলোকিত, অবারিত, উন্মুক্ত, মানবিক পৃথিবীতে আপনাকে স্বাগতম। আপনার মতো আত্মোপলব্ধি বাংলাদেশের প্রতিটি তরুণকে আন্দোলিত করুক এই প্রত্যাশা করি।
অভিনন্দন, রানা ফারুক!
ReplyDeleteরানা ফারুককে অভিনন্দন। আমাদের দেশে তোমার মতো স্বশিক্ষিত মানুষের খুব দরকার।
ReplyDeleteCongratulation Rana Faruk. I welcome you to a better lighten world.
ReplyDeleteI am contacting you through this contact form as there was no email address available.If you are in interested in getting
ReplyDeletea animated banner/ logo/ header/ footer/ icons/ templates/ mascot Designs for an exchange of text links from your site.We
can write articles for your site in returns we need text links.Also I will Do Article,Directory Submission,press release,
forum submission,social bookmarking for your site in exchange of text links.Please get back to me using the email address I
have entered if you would be interested in discussing this further.
shaun143marsh@gmail.com
Post a Comment