হিন্দুমতে বলা হয়ে থাকে যে পৃথিবী একটি সমতল থালার মতো। মহাবিশ্বে এই পৃথিবী ভেসে বেড়াচ্ছে কচ্ছপের কাঁধে সওয়ার হয়ে।
দৃশ্যটি উপরে বর্ণিত ছবির মতো: একটি বিশালাকার কচ্ছপ মহাবিশ্বে ভেসে/ উড়ে বেড়াচ্ছে। তার কাঁধে রয়েছে কয়েকটি হাতি। আর হাতিগুলোর পিঠের উপরে রয়েছে থালার মতো সমতল এই পৃথিবী।
ছবিসূত্র
ভালা ছবি তো লাগাইছেন। পাইছেন কই? ইসলাম ধর্মেও তো সমতল পৃথিবী থিওরি আছে। ওইডার কুন ছবি নাই?
ReplyDeleteএই জিনিস হিন্দুমতে বিশ্বাসীরা এখনো বিশ্বাস করে?
ReplyDeleteহ্যাঁ, হিন্দুরা এখনও এই জিনিসে বিশ্বাস করে।
ReplyDeleteবাংলাই শইতানের পদাবলি পরতে চাই।
ReplyDelete@ Anonymous অপেক্ষা করুন। নিশ্চয় রুশদীর স্যাটানিক ভার্সেস বইটির বাংলা করা হবে।
ReplyDeleteআশার বানির জন্য আগ্নি কে ধান্যবাদ। ধান্যবাদ মহান রুশদি কে।
ReplyDeleteশুধু হিন্দুরা নয়, মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে সবধর্মের মানুষরা বিভিন্ন রকম হাস্যকর জিনিষে বিশ্বাস করে। সব ধর্মের অপধারণাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা প্রত্যাশা করি।
ReplyDelete@ অগ্নি
ReplyDeleteএটা ঠিক নয়।কে বলেছে হিন্দুরা এসব বিশ্বাস করে? ২ থেকে ৩ শতাংশ হিন্দু হয়ত করে।মানে যারা হিন্দুদের মধ্যে গান্ডুর গান্ডু...
Post a Comment