জনাব মুজিবর ও জয়নাল সাহেবদের বলছি, দৃঢ়(?) বিশ্বাস থেকেই আপনারা বিভিন্ন মন্তব্য করেছেন। সেই বিশ্বাসের(?) ওপর আপনারা যতটা নি:সংশয়, ততটা সংশয়হীন কি আমি হতে পারি আপনাদের ধর্মীয়জ্ঞানের ওপর? নিজের ধর্মকে আপনারা কতটা জানেন? যা জেনেছেন তা আপনাদের শৈশবেই। শিশুমনের ওপর চাপিয়ে দেওয়া কিছু বুলি এখনো জাবর কেটে যাচ্ছেন। হারিয়ে যাওয়া শৈশবকে আমরা সবাই ভালোবাসি। তাই শৈশবকে তুচ্ছ করে কেউ কিছু বললে কারোরই তা ভালো লাগবে না; তেমনি সেই শৈশব থেকে লালন করা কিছু ধর্মীয় বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করলে আমরা তেলে-বেগুনে জ্বলে উঠি। শৈশবের প্রতি ভালোবাসা আপনার এ জ্বলে ওঠার জন্য অনেকটা দায়ী। জেমস-এর ‘শৈশব’ গানটা কিন্তু আমার দারুণ লাগে।
এখনতো একটু বড় হয়েছেন। নিজের ধর্মকে জানুন, পাশাপাশি গায়ে পড়ে পাঠানো এই লিঙ্কটাও (www.mukto-mona.com/Articles/bonna/index.htm) পড়ুন। বিবর্তনবাদের ওপর অালোচনা পাবেন এতে। বাংলায়। জানতে তো সমস্যা নাই, মানা না মানা অাপনার খুশি। তলোয়ার নিয়ে কেউ দাঁড়িয়ে নেই যে মানতেই হবে, কিংবা ৩নং বেত নিয়ে মাস্টার মশাইও নেই যে পড়া জিজ্ঞাসা করবে।
মিয়া, তুমি যে বান্দর থাইকা মানুষ হইছ, এই ছবিটা তার প্রমাণ।
ReplyDeleteআপনার মন্তব্য দেখেও আপনাকে চেনা যাচ্ছে। অসুবিধা নাই। আসলে আমরা সবাই তো ভাই ভাই, তাই না?
ReplyDeletejara bandar er pet thaika janmo loise, tarai je abar bandor hoia jaibo, ei chobita tar proman.
ReplyDeleteA little learning is a dangerous thing!
ReplyDeleteজনাব মুজিবর ও জয়নাল সাহেবদের বলছি,
ReplyDeleteদৃঢ়(?) বিশ্বাস থেকেই আপনারা বিভিন্ন মন্তব্য করেছেন। সেই বিশ্বাসের(?) ওপর আপনারা যতটা নি:সংশয়, ততটা সংশয়হীন কি আমি হতে পারি আপনাদের ধর্মীয়জ্ঞানের ওপর? নিজের ধর্মকে আপনারা কতটা জানেন? যা জেনেছেন তা আপনাদের শৈশবেই। শিশুমনের ওপর চাপিয়ে দেওয়া কিছু বুলি এখনো জাবর কেটে যাচ্ছেন। হারিয়ে যাওয়া শৈশবকে আমরা সবাই ভালোবাসি। তাই শৈশবকে তুচ্ছ করে কেউ কিছু বললে কারোরই তা ভালো লাগবে না; তেমনি সেই শৈশব থেকে লালন করা কিছু ধর্মীয় বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করলে আমরা তেলে-বেগুনে জ্বলে উঠি। শৈশবের প্রতি ভালোবাসা আপনার এ জ্বলে ওঠার জন্য অনেকটা দায়ী। জেমস-এর ‘শৈশব’ গানটা কিন্তু আমার দারুণ লাগে।
এখনতো একটু বড় হয়েছেন। নিজের ধর্মকে জানুন, পাশাপাশি গায়ে পড়ে পাঠানো এই লিঙ্কটাও
(www.mukto-mona.com/Articles/bonna/index.htm) পড়ুন। বিবর্তনবাদের ওপর অালোচনা পাবেন এতে। বাংলায়। জানতে তো সমস্যা নাই, মানা না মানা অাপনার খুশি। তলোয়ার নিয়ে কেউ দাঁড়িয়ে নেই যে মানতেই হবে, কিংবা ৩নং বেত নিয়ে মাস্টার মশাইও নেই যে পড়া জিজ্ঞাসা করবে।
আমি তো সুন্দরবনে গিয়েছিলাম কোই সেখানেতো দেখি নাই বন্দর মানুষ হোয়ে জাইতেছে lol | rashed মন্তব্য এর জন্য ধন্যবাদ
ReplyDeletePost a Comment