ক্রিস্টোফার হিচেনস: তরুণ বয়সে এই তালিকা নিজের সাথে রাখতাম। এ বিষয়ে একজন কমিউনিস্ট পার্টির সদস্যের সাথে নিয়মিত আলোচনা হত। অবশ্য তাদের পল্লবগ্রাহী জ্ঞান সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার সাথে সাথে বিলীন হয়ে গেছে। অবশ্য ওদের অনেকে অশেষ ত্যাগ স্বীকার করেছে, জীবনে তাদের অনেক ভুগতে হয়েছে। জীবনের পথে নিরন্তর লড়াই করতে হয়েছে। তোমরা জান, তাদের স্বপ্ন এক আদর্শ সমাজকে ঘিরে। তাদের প্রধান উৎসধারা মরে গেছে; কিন্তু কেউ কেউ আছেন যারা হতাশ হয়ে যাননি। আদর্শকে ধরে রেখেছেন, পরিত্যাগ করেননি। কারণ এটাও এক ধরণের স্বীকারোক্তির সঙ্গে ঘনিষ্টভাবে সম্পৃক্ত। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই যে, তার মানে, যদি আমাকে কেউ বলে ‘তুমি সোভিয়েত ইউনিয়নের কথা তাদেরকে কিভাবে বলবে। তুমি কি জাননা একথা বললে ওরা কাঁদতে শুরু করবে। তোমার কথা ওদের হৃদয়ে আঘাত দেবে। শোনো নিজেকে উপহাসের পাত্র করে তোলো না। অযথা অযৌক্তিক কথা বোলো না। অবশ্য এ ধরণের একই রকম একাধিক ঘটনার কথা আমি শুনেছি।
ড্যানিয়েল ডেনেট: লোকজন আমার কথার ভঙ্গিকে যখন রূঢ়, বিদ্বেষপূর্ণ, আক্রমণাত্মক এবং ভয়ংকরভাবে উস্কানীমূলক বলে, তখন আমার মনে হয়…. আচ্ছা আমি যদি তেল রাজনীতি কিংবা ঔষধ শিল্প নিয়ে কথা বলি তাহলেও কি তাকে রূঢ় বলা হবে? এটা কি সীমানা ছাড়িয়ে যাবে, না।
রিচার্ড ডকিন্স: অবশ্যই তা হবে না।
ড্যানিয়েল ডেনেট: আমি মনে করি, তেল রাজনীতি বা ঔষধ শিল্পের মতো একইরকমভাবে ধর্মকেও যেন মূল্যায়ন করা হয়। আমি ঔষধ কোম্পানীর বিরুদ্ধে নই, তাদের কিছু কাজ আমার মোটেও পছন্দ নয়। আমি তাদের এইসব নীতির বিরোধীতা করি। আর ধর্মকেও আমি তাদের সাথে একই পংক্তিতে রাখতে চাই।
ক্রিস্টোফার হিচেনস: ট্যাক্স না দেবার অভিযোগ সহ।
ড্যানিয়েল ডেনেট: হ্যাঁ।
রিচার্ড ডকিন্স: হ্যাঁ।
ক্রিস্টোফার হিচেনস: অথবা রাষ্ট্রের ভর্তুকীর কথাও এর সাথে সংযুক্ত করা যেতেপারে।
রিচার্ড ডকিন্স: অন্যান্য সব বিষয়ের চাইতে রাষ্ট্রের কাছ থেকে ধর্ম যে সব সুবিধা নিয়ে থাকে আমি সেইসব বিষয় সম্পর্কে জানতে আগ্রহী। যে কোনভাবে হোক আমরা ধর্ম বিশ্বাস করি বা না করি বিষয়টা এখন পরিস্কার। কিছু ঐতিহাসিক পরম্পরা ধর্মের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করেছে। কারণ একটি উগ্র আক্রমণাত্মক আচরণ ধর্ম গ্রহণ করার পক্ষে সবসময় থেকেছে।
ড্যানিয়েল ডেনেট: আর সবচেয়ে বেশি মজা পেয়েছি তা হল… প্রথমে আমি রাগে উন্মত্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে মজা পেয়েছি। তাদের বিশ্বাসকে আক্রমণ করে এমন অবিশ্বাসীদের একটি তালিকা করা হয়েছে এটা জেনে আমি সত্যিই খুব মজা পেয়েছি।
রিচার্ড ডকিন্স: কিন্তু কিভাবে?
ড্যানিয়েল ডেনেট: আসল ঘটনা হল ধর্মে অবিশ্বাসী ব্যক্তিরাই আমার বইয়ের সবচাইতে ভয়ংকর সমালোচনা লিখেছে। তারা ধর্মপ্রাণ ব্যক্তিদের অনুভূতিকে আঘাত করতে ভয় পেয়েছে। আতঙ্কগ্রস্থ হয়েছে। তারা আমাকে খুব খারাপভাবে শাস্তি দিয়েছে। যতটা কোন গভীর বিশ্বাসীও আমাকে দিত না।
রিচার্ড ডকিন্স: একেবারে ঠিক আমার অভিজ্ঞতা। হ্যাঁ, ঠিক একই অভিজ্ঞতা আমার হয়েছে।
স্যাম হ্যারিস: তাহলে তোমাদের মধ্যে একজন এই দৃষ্টিভঙ্গিটাকে করুণা করছো? আমার মতে এটা এক রকমের সংশোধনবাদী ধারণা। এর প্রয়োজন আছে। তুমি জান মানুষকে তাদের পৌরাণিক বিশ্বাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া উচিত।
রিচার্ড ডকিন্স: আচ্ছা?
(চলবে)
Post a Comment