মাসুদ খানের 'নিঃসঙ্গ'- একটি নাস্তিক্যবাদী কবিতা কি?

কালের কণ্ঠ পত্রিকার সাহিত্যপত্র 'শিলালিপি' এর ২২ জানুয়ারি, ২০১০ (বর্ষ ১ সংখ্যা ২) পড়লাম। সেখানে কবি মাসুদ খান এর লেখা 'নিঃসঙ্গ' কবিতাটিতে নাস্তিক্যবাদের গন্ধ পাচ্ছি। আপনাদের কি মনে হয়?

নিঃসঙ্গ
মাসুদ খান

লক্ষ-লক্ষ মাইল উঁচুতে, মহাকাশে,
জনমানবিহীন ভাসমান একটি স্পেস-স্টেশনে পোস্টিং পেয়ে
এসে জয়েন করেছে একজন নভো-টেকনিশিয়ান।

একদিন একটি রকেট এসে প্রচুর বোঁচকা-বুঁচকিসহ তাকে নামিয়ে দিয়ে,
ফুয়েল-টুয়েল নিয়ে কোথায় যে চলে গেল আসমানের ওপারে.....
সেও কতদিন আগে!

মৃত্যুরও অধিক হিম আর নির্জনতা....
মানুষটি একা-একা থাকে, খায়, ঘুমায়-ওজনহীন, নিঃসাড়, নির্ভার....
মাঝে মাঝে নভোপোশাক পরে বাইরে বেরিয়ে সাঁতার কেটে আসে শূন্যে
কোমড়ে শিকল-বাঁধা, অ্যালুমিনিয়ামের।
দুঃখে-অভিমানে কখনো কখনো গিয়ে হেগেও আসে মহাকাশে
জ্বলজ্বল করতে থাকে তার সেই স্বচ্ছ-সুগন্ধ পুরীষপিণ্ড,
স্ফটিকের মতো ফোঁটা-ফোঁটা মূত্ররাশি...

কাছে-দূরে কোথাও কেউ নাই,
কোনো প্রেত-প্রেতিনী, অথবা কোনো যম-যমী, জিন-পরি, ভগবান-ভগবতী,
ফেরশতা-ইবলিশ কাঁহা কিচ্ছু নাই, কেউই ঘেঁষে না কাছে, যে,
তার সঙ্গে একটু কথা বলবে, কফি খাবে...
এমনকি মানুষটা যে একটু ভয় পাবে, তারও উপায় নাই...
নিজের সঙ্গেই তাই নিজেরই মিথুন ও মৈথুন, খুনসুটি, হাসাহাসি, সাপলুডু খেলা...

কেবল রজনীস্পর্শা, ভীষণবর্ণা এক গন্ধরাজ্ঞী ফুটে থাকে অবাধ, অনন্তরায়
দূরে, বহুকাল দূরে

2/Post a Comment/Comments

  1. bal er kobita! kon khankir pola likse???

    ReplyDelete
  2. মাসুদ খান মোটামোটি ভালোই লিখেন। তাঁর পাখিতীর্থদিনে বইটা আমার অদ্ভুত লাগে। কিন্তু তিনি বানিজ্যিক...

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post