ক্রিস্টোফার হিচেনস: হ্যাঁ, তারা নিজেদেরকে উপেক্ষার পাত্র পরিনত করেছে। তাদের উপর মোটোও নিভর্র করা যায় না। যথাযথ কারণ ও প্রামান্য তথ্যগুলোই উপস্থাপন করছি। আমাদের বক্তব্য প্রাণময় হতে পারে, কিন্তু তাতে কোন কৃত্রিম ঠাঁটবাট নেই। এটা অবশ্যই কাজ করে। এটা আধুনিক বিশ্বে, বিংশ শতাব্দীর সফল ধর্মবিরোধী বিতর্ক।
স্যাম হ্যারিস: আমার ধারণা, যে বিষয়টিকে আমাদের তুলে ধরা উচিত, সে বিষয়টিকে আমরা শুধুমাত্র স্পর্শ করতে পেরেছি। আপনারা জানেন, ধর্মবাদী ব্যক্তিগণ বিজ্ঞানকে ক্যাশ না হওয়া চেকের একটি টুকরো বলে যুক্তি দেখায়। কর্তৃপক্ষের মতকেই ছড়িয়ে দেই। আপনি কিভাবে জানবেন যে মহাকাশীয় সূত্রগুলো আসলে কি? আপনি জানেন? আমি মনে করি- বিজ্ঞানে ভয় না রেখে এবং যুক্তিকে আশয় করে আমরা যে জীবন যাপন করি, আর প্রিচারদের (ধর্মনেতা) ধর্মীয় ভূমিকাকেও ধর্মতাত্ত্বিকদেরকে আমরা যেভাবে সমালোচনা করি, সে বিষয়ে কর্তৃপক্ষের দ্বৈতনীতিকে ব্যাখ্যা করার জন্য আপনারা দুজন সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
রিচার্ড ডকিন্স: আচ্ছা, আমরা যারা প্রকৃতিবিজ্ঞানী নই, কিন্তু প্রকৃতিবিজ্ঞানীদের কথাকে বিশ্বাস করতেই হয়, তারা কি করবো? প্রকৃতিবিজ্ঞানীরা বলে যে, তারা বস্তুর অভ্যন্তরভাগ দেখে ফেলেছে বলে জোরালো প্রমাণ রয়েছে বলে প্রস্তাব করে, তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ফেলেছে, তারা তাদের গবেষণাপত্রকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে; তারা নিজেদেরকে সমালোচনা করেছে, তারা তাদের সেমিনার ও বিভিন্ন বক্তৃতার অনুষ্ঠানে ব্যাপক সমালোচনার শিকার হয়েছে। এবং তারা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে....
ড্যানিয়েল ডেনেট: এবং মনে রাখবেন, কাঠামোটা সেখানে রয়েছে। তারা সমালোচিত হয়েছে শুধু একারণে নয়, এটা একারণে গুরুত্বপূর্ণ যে তারা প্রতিদ্বন্দ্বিতামূলক। এই মুহূর্তে বলা যায় যে, যখন ফারম্যাট (Fermat) এর 'শেষ তত্ত্ব'টি (Last Theorem) প্রমাণিত হল...
রিচার্ড ডকিন্স: এনড্রু উইলস (Andrew Wiles) – এর দ্বারা....
ড্যানিয়েল ডেনেট: এনড্রু উইলস, কারণ হল আমাদের মধ্যে তারাই যারা.... বাদ দিন এসব কথা। আমি সেই প্রমাণটি কখনও বুঝতে যাব না, কিন্তু সেই কারণটি যার উপর আমরা নির্ভর করতে পারি যে এটা সত্যি, এমন একটি প্রমাণ যা,....
স্যাম হ্যারিস: কেউ তাকে সেখানে প্রথম দেখতে চায় না। হ্যাঁ।
ড্যানিয়েল ডেনেট: বিশ্বের প্রত্যেক প্রতিদ্বন্দ্বী গণিতবিদ এটা পড়ার জন্য এমনভাবে প্রেরণা পেয়েছে যে....
রিচার্ড ডকিন্স: অন্বেষণের জন্য, হ্যাঁ
ড্যানিয়েল ডেনেট: এবং আমাকে বিশ্বাস করুন, যদি তারা তার প্রতি ঈর্ষাকাতর হয় এই ভেবে যে এটা একটা প্রমাণ, এটা একটা প্রমাণ! তাহলে কোন কিছুর মধ্যেই....
স্যাম হ্যারিস: না, কারণ আমরা সেটার প্রতিতত্ত্ব দাঁড় করাবো
ক্রিস্টোফার হিচেন্স: যদি আমি সঠিক হই, তাহলে আইনস্টাইন কি বলেছেন তা কোন ধর্মপ্রবণ ব্যক্তিরা বলতে সক্ষম হবেন বলে মনে হয় না।
ড্যানিয়েল ডেনেট: ভবিষ্যতের সৌর ঘটনাটি আফ্রিকার পশ্চিম কূলে ঘটবে....
অসমাপ্ত
এত সুন্দর একটি লেখা অনিয়মিত হয়ে পড়লো কেন জানতে পারি কি?
ReplyDeletePost a Comment