আল্লাহ'র আত্মপ্রেমী বোকা মন ০১

আবুল কাশেম
অনুবাদ: অগ্নি অধিরূঢ়

ইসলাম ধর্মে, প্রত্যেক মুসলমান একথা বিশ্বাস করতে বাধ্য যে, কোরানের প্রত্যেক শব্দ আল্লাহ দ্বারা লিখিত হয়েছে। যদি কোন মুসলমান এ কথাকে প্রত্যাখ্যান করে, তাহলে তাকে ধর্মদ্রোহী হিসেবে চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করা হবে। আর এই ধরণের ক্ষেত্রে শাস্তি হিসেবে সাধারণত গলা কেটে ফেলা হয়। তবুও কেউ যদি খোলামনে এবং মনোযোগের সাথে কোরান পড়ে, তাহলে সে হতভম্ভ হয়ে পরবে। সেদেখবে পবিত্র বাণীর আড়ালে কত ভুল ও পরস্পরবিরোধী বক্তব্যই না রয়েছে। কোরাণের অনেক বক্তব্য আমাদেরকে স্পষ্টভাবে জানায় যে আসলে এর অধিকাংশ মানুষের রচনা, আল্লাহর নয়।

আল্লাহ যে আসলে কতটা দুর্বল চিত্তের ছিলেন, তাই আমরা এই প্রবন্ধে আলোচনা করবো।

আল্লাহ নিজের ঢোল নিজেই পিটিয়েছেন। নিজেকে বাহবা দিয়েছেন এবং নিজেই নিজের মহিমা কীর্তন করেছেন।

এই হাস্যকর বিষয়টা একটু ব্যাখ্যা করে দেখা যাক:
  • যিশুখ্রিস্ট নিজেই নিজেকে প্রশংসা করছেন।
  • কালীমাতা (এক হিন্দুদেবী) নিজেই নিজের পূজা করছেন।
  • গণেশ (আর এক হিন্দু দেবতা) নিজেকে ধন্যবাদ জানাচ্ছেন।
  • ভগবান বুদ্ধ নিজেই নিজের প্রার্থনা করছেন।
  • নেলসন ম্যান্ডেলা নিজেই নিজেকে আশীর্বাদ করছেন।
  • হিটলার নিজেই নিজের পিঠ চাপড়ে দিচ্ছেন।
  • রাদোভান কারাদজিক নিজেই নিজেকে ভালোমানুষ বলছেন।
  • জর্জ বুশ নিজেই নিজেকে সৎ চরিত্রের সনদ দিচ্ছেন।
  • বারাক ওবামা নিজের গুণ নিজের কাছেই বলছেন।
  • ওসামা বিন লাদেন নিজের কাজে নিজেই সন্তুষ্টি প্রকাশ করছেন।
  • হিলারী ক্লিনটন নিজেই নিজের কাছে আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন।
  • আহমেদিনেজাদ নিজের কাছে নিজের সাফল্য প্রত্যাশা করছেন।
  • ইন্দিরা গান্ধী নিজেই নিজেকে সফল বলছেন।
  • কার্ল মার্ক্স নিজেই নিজেকে বাহবা দিচ্ছেন।
  • ভ্লাদিমির পুতিন নিজেই নিজের মঙ্গল কামনা করছেন।
  • স্যার উইনস্টন চার্চিল নিজেই নিজেকে সফল বলছেন।

এভাবে আরও বলা যেতে পারে।

আমরা নিশ্চয় একথা স্বীকার করব যে উপরের উদ্ধৃতিগুলো আসলে অযৌক্তিক, উদ্ভট, শিশুতোষ এবং একেবারেই বোকামীসুলভ। এমনকি যারা এই কথাগুলো বলবে বা লিখবে তাদের আমরা পাগল বা বুদ্ধিহীন বলবো এবং অবশ্যই তাদেরকে পাগলা গারদে পাঠিয়ে দেব। এরকমভাবে ভাবার আগে থামুন, কারণ কোরানের লেখক আল্লাহ ঠিক একই কাজ করেছেন। সুরা কাহফ (অনুবাদ: হিলালী এবং খান) এর বেশ কিছু অংশে দেখা যায় যে আল্লাহ নির্লজ্জভাবে নিজেই নিজের প্রশংসা করেছেন।

  • ১৮.১ - সমস্ত প্রশংসা আল্লাহর। যিনি মোহাম্মদ এবং কেতাবটি পাঠিয়েছেন এবং এ বিষয়ে জটিলতার কোন অবকাশ রাখেননি।
  • ১৮.২ - (তিনি তৈরি করেছেন) সরাসরি সতর্ক করেছেন (অবিশ্বাসীদেরকে) এই বলে যে তিনি ভয়াবহ শাস্তি দেবেন। এবং বিশ্বাসীদেরকে (যারা আল্লাহর একত্বে তথা ইসলামী একেশ্বরবাদে বিশ্বাস করে) এর সুসংবাদ দিচ্ছেন যে, যারা সঠিক কাজ করেছেন তাদের জন্য রয়েছে দারুণ পুরস্কার (অর্থাৎ বেহেশত)।
  • ১৮.৩ - তারা সেখানে অনন্তকাল বাস করবে।
আমরা যদি উপরের উদ্ধৃতিগুলো মনোযোগের সাথে পড়ি, তাহলে সহজ উপসংহারে পৌঁছাবো।

  • মোহাম্মদ অথবা অন্য কেউ এই লাইনগুলোর রচয়িতা।
  • আল্লাহ যদি মোহাম্মদকে এই কথাগুলো বলে থাকেন, তাহলে বলতে হবে তিনি নিশ্চয় নেশাগ্রস্থ ছিলেন অথবা শক্তিশালী মাদকের প্রভাবে আচ্ছন্ন ছিলেন।
  • তাকে অবশ্যই কোন পাগলা গারদে পাঠানো প্রয়োজন।
পাঠকদের উদ্দেশ্যে আরও কয়েকটি মজার বাণী নিবেদন করছি।
  • ২৫.১ - তার মঙ্গল প্রার্থনা করি, যিনি মোহাম্মদকে মাপকাঠি দিয়েছেন (ভালো ও মন্দের, অর্থাৎ কোরান। তিনি নিশ্চয় সৃষ্টিকর্তা (মানবজাতি ও জ্বীন সকলের) এবং আমাদেরকে সতর্ক করেছেন।
  • ৩৪.১ - সকল প্রশংসা এবং ধন্যবাদ আল্লাহর, কারণ তিনি বেহেশত ও পৃথিবীর সকল কিছুর মালিক। তিনি সর্বজ্ঞানী এবং তিনি সবসময় সজাগ থাকেন।
  • ৩৫.১ সকল প্রশংসা এবং ধন্যবাদ আল্লাহর, তিনি বেহেশত ও পৃথিবীর সবকিছুর স্রষ্টা। তাকে বন্দনা করি, তিনি ফেরেশতাদেরকে তৈরি করেছেন। তিনি যা ইচ্ছা করেন, তাই সৃষ্টি করেন। আসলে আল্লাহ সবকিছুই করতে পারেন।
  • ৩৭.১৮২- এবং সকল প্রশংসা ও ধন্যবাদের মালিক আল্লাহ কারণ তিনি আলামিন (মানুষ, জিন এবং যা কিছু আছে সবকিছুর)।
  • ৪৫.৩৬ - অতএব সকল প্রশংসা ও ধন্যবাদ আল্লাহর উপরে বর্ষিত হোক, কারণ তিনিই জগতের প্রভু।

    উপরের বাক্যগুলোতে আল্লাহ নিজেই নিজেকে প্রশংসা করেছেন। নিজে নিজের বন্দনা করেছেন।

অসমাপ্ত

7/Post a Comment/Comments

  1. অনুবাদের জন্য ধন্যবাদ।

    আমারব্লগে http://amarblog.com/arifuk/17441 আমি এই লেখাটি দিয়েছি।

    ReplyDelete
  2. ধন্যবাদ।

    ReplyDelete
  3. খবর পেলাম ইতালির ভেনিস বন্দরে ১৯ শতাব্দির শুরুতে একটা দারুন জাহাজ যাত্রা শুরু করেছিল। জাহাজটা মূলত: কমার্শিয়াল ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। এটি গত দুশ বছর ধরে সম্পুর্ন মানুষের হস্তক্ষেপ ব্যতিত সুন্দরভাবে জলে চড়ে বেড়াচ্ছে। এটির কোন নাবিক নেই। নেই ফার্স্ট মেট অথবা কোন ক্রু। এটি সম্পুর্ণ স্বয়ংক্রিয় ভাবেই বিভিন্ন বন্দরে বন্দরে ঘুরে বেড়ায়। শত ঝড়ও তার যাত্রাপথে কোন সমস্যা করতে পারেনি। আরও মজার ব্যপার হচ্ছে এই জাহাজ তৈরীতেও কোন মানুষের হাতের প্রয়োজন হয়নি এমনকি কোন যন্ত্র তথা বহির্শক্তি ব্যবহৃত হয়নি। যে কেউ তার মালামাল জাহাজের কাছে রেখে দিলে সে নিজে নিজেই তা লোড করে নেয়। আর তা গন্তব্যে পৌছে দেয়।
    এটা এখন পর্যন্ত দুশটা সফল যাত্রাসম্পন্ন করে এখনো সুন্দরভাবে জলে ভেসে বেড়াচ্ছে।

    আমার কথা কে কে বিশ্বাস করলেন, হাত তুলেন। কেন করলেন বলে যান দয়া করে। আর যারা বিশ্বাস করেননি তারাও হাত তুলেন। কেন করেননি তাও বলে যান।

    যদি এ ঘটনা বিশ্বাসযোগ্য হয় তবে এই বিরাটকায় মহাবিশ্বও নিজে নিজেই তৈরী হয়ে কোটি কোটি বছর ধরে সুন্দরভাবে চড়ে বেড়াচ্ছে। আর যদি বিশ্বাসযোগ্য না হয় তবে এই দুনিয়ার নিশ্চয়ই কোন সৃষ্টিকর্তা রয়েছে যিনি একে তৈরি করেছেন এবং তা পরিচালনা করছেন।

    ReplyDelete
  4. @ truelight,
    pagole kina bale, chagole ki na khay.

    ReplyDelete
  5. অগ্নি ত আসলেই গাধা।

    ReplyDelete
  6. @ মেহেদী- নিজেকে চিনে ফেললেন নাকি?

    ReplyDelete
  7. আল্লাহ যে এত গাধা তা ভাবতে অবাক লাগছে।

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post