ধর্মের বৈশিষ্ট্য বা প্রয়োগপদ্ধতি নিয়ে সেমিটিক ধর্মগুলোর (ইহুদি, খ্রিস্টিয়, ইসলাম) মধ্যে নানারকম মতপার্থক্য রয়েছে। কিন্তু প্রথম মানব মানবী নিয়ে তাদের মধ্যে কোন মতপার্থক্য নেই। এই তিনটি ধর্মেই আদম এবং হাওয়াকে প্রথম মানব মানবী বলে স্বীকার করা হয়েছে। পৃথিবীতে মানববসতি গড়ে ওঠার কাহিনীও তাদের এক। কিন্তু ইসলামী মতে আদম ও হাওয়ার চেহারা বা পরিচ্ছদ কেমন ছিল তা বোঝা কঠিন নয়। LOL god ব্লগে ইসলামী আদম-হাওয়ার একটি ক্যারিকেচার পেয়ে গেলাম।
কৃতজ্ঞতা: LOL god
লোকে দেখলে বলবে কী?
ReplyDeleteদুষ্টুমি আর করো না...
হা! হা! হি! হি!
ReplyDeleteছি! ছি! লজ্জা লাগে না বুঝি?
আপনাদের দুজনকেই ধন্যবাদ।
ReplyDeleteআমার দৃঢ় ধারণা বেহেশতে আদম ও হাওয়ার পোষাক এমনই ছিল।
হা! হা!
আল্লাহ ও ফেরেশতারা যাতে হাওয়াকে দেখে উত্তেজিত হয়ে না পড়ে সেজন্যই কি এই বিশেষ ব্যবস্থা? আল্লাহ নাকি সবখানে থাকেন, সবকিছু দেখেন। এটা কি তাঁর উচিত হয়? বান্দার প্রাইভেসি বলে কিছু একটা আছে তো। বেচারা আদম! আল্লাহর চোখের পর্দা নেই বলে বউকেই পর্দা করতে হল।
ReplyDeleteছি, ছি, এই রমজান মাসে এটা কি দেখলাম আর কি পড়লাম। আমার রোজাটাই মুকরু হইয়া গেল। নাউজুবিল্লাহ, আসতাগফিরুল্লাহ।
ReplyDeleteTo Abul Kashem, waiting for satinic verses in bangla.
ReplyDeletePost a Comment