অগ্নি বই

আমার অবিশ্বাস
হুমায়ুন আজাদ

ভূমিকা:
বিশ্বজগত এখনো দাঁড়িয়ে আছে বিশ্বাসের ভিত্তির ওপর। গত তিন দশকে বিজ্ঞান বেশ এগিয়েছে, পৃথিবীকে মহাজগতের কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছে এক গৌণ এলাকায়, মহাজগতকে এক বদ্ধ এলাকার বদলে ক'রে তুলেছে অনন্ত; এবং মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ, অমৃতের পুত্র প্রভৃতি আত্মগর্বিত সুভাষণ থেকে বিচ্যূত ক'রে পরিণত করেছেন নগ্ন বানরে; কিন্তু মানুষের চেতনার বিশেষ বদল ঘটে নি। মানুষ আজো আদিম। মানুষের চোখে আজো সব কিছুই অলৌকিক রহস্যে পরিপূর্ণ; আকাশে আজো তারা অনন্ত নক্ষত্রপুঞ্জ বা নিরন্তর বিস্ফোরিত গ্যাসকুণ্ডের বদলে দেখতে পায় বিভিন্ন বিধাতা; দেখতে পায় মনোরম স্বর্গ আর ভীতিকর নরক।... মহাজগতের রহস্যীকরণে ধর্ম নেয় প্রধান ভূমিকা; তার কাজ হয়ে ওঠে রহস্যবিধিবদ্ধকরণ, আলো সরিয়ে অন্ধকার ছড়ানো, মানুষের মনে বিশ্বাস সৃষ্টি করা সে-সব সম্বন্ধে যা সম্পূর্ণরূপে অস্তিত্বহীন।..... এই রহস্যময়তা ও বিশ্বাস ক্ষতিকর মানুষের জন্যে; এখন দরকার মহাজগত ও মানুষের মনকে অলৌকিক রহস্য থেকে উদ্ধার করা, অর্থাৎ দরকার মহাজগতের বিরহস্যীকরণ। মানুষের জন্যে যা কিছু ক্ষতিকর, সেগুলোর শুরুতেই রয়েছে বিশ্বাস; বিশ্বাস সত্যের বিরোধী, বিশ্বাসের কাজ অসত্যকে অস্তিত্বশীল করা। বিশ্বাস থেকে কখনো জ্ঞানের বিকাশ ঘটে না; জ্ঞানের বিকাশ ঘটে অবিশ্বাস থেকে, প্রথাগত সিদ্ধান্ত দ্বিধাহীনভাবে না মেনে তা পরীক্ষা করার উৎসাহ থেকে।

সূচী:
  • আমার ইন্দ্রিয়গুলো
  • বিশ্বাসের জগত
  • নাইটিংগেলের প্রতি
  • মহাসমুদ্রের ছোট্ট চর: আমাদের গ্রাম
  • ধর্ম
  • আরণ্যিক নির্বোধের ভ্রান্ত দু:স্বপন
  • আমার অবিশ্বাস


আমার মেয়েবেলা

তসলিমা নাসরিন

সূচীপত্র
  • যুদ্ধের বছর
  • জন্ম, আকিকা এ-সব
  • বড় হওয়া
  • মা
  • সাপ
  • পীর বাড়ি
  • ধর্ম
  • সংস্কার
  • ফেভারিট
  • প্রেম
  • প্রত্যাবর্তন ১
  • ঋতুস্রাব
  • ফুলবাহারি
  • কবিতার অলিগলি
  • মুবাশ্বেরা ঠাণ্ডা হয়ে পড়ে ছিল শাদা বিছানায়
  • প্রত্যাবর্তন ২
  • উইপোকার ঘরবাড়ি
  • যুদ্ধের পর

আরজ আলী মাতুব্বর রচনা সমগ্র ২


সূচীপত্র
  • সৃষ্টি রহস্য
  • ম্যাকগ্লেসান চুলা
  • কৃষকের ভাগ্য গ্রহ
  • সীজের ফুল
  • সংক্ষিপ্ত জীবন বাণী
  • ভাষণ সংকলন

রচনা সমগ্র

আরজ আলী মাতুব্বর

রচনা সমগ্র ১ এর সূচীপত্র
  • সত্যের সন্ধান
  • অনুমান
  • স্মরণিকা
  • বেদ এর অবদান
  • আমার জীবন দর্শন
  • না-বুঝের প্রশ্ন
  • টুকিটাকি
  • ভাবি প্রশ্ন

0/Post a Comment/Comments

Previous Post Next Post