ইংরেজিভাষী মানবতাবাদী ব্লগারদের তালিকা করার একটি চেষ্টা এই Deep Thoughts ব্লগে রয়েছে। দেখে ভাল লাগল। বিপরীতে বাংলা ভাষায় ব্লগের অবস্থা খুব করুন। এখানে ধর্মবাদী বা ধর্মের স্বপক্ষে প্রপাগান্ডা বা প্রচারমূলক ব্লগ যতগুলো রয়েছে তার বিপরীতে মানবতাবাদী কোন ব্লগ বোধহয় একটাও নেই। ভাবতেই খারাপ লাগে। এর সহজ অর্থ দাঁড়ায় বাংলাভাষীরা মানবতাবাদী হতে জানে না। কিংবা যারা মানবতাবাদী তাদের মধ্যে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা খুব কম, অথবা যারা কম্পিউটার ব্যবহারকারী তাদের মধ্যে মানবতাবাদী মানুষ খুব কম। (দু'একজন যে নেই, তা বলাটা অনুচিত হবে। তবে তারা সম্ভবত একত্রিত হবার উপযোগী কোন প্লাটফর্ম পাচ্ছেন না।)
যাহোক Deep thoughts ব্লগে নাস্তিক ও সন্দেহবাদীদের একটি তালিকা তৈরি করার চেষ্টা চলছে। ২০০৬ সাল থেকে চলা এই প্রচেষ্টাকে আমি সমর্থন করি।
বিস্তারিত জানতে এই লিংকে ভিজিট করুন। Deep Thoughts: Join Mojoey's Atheist Blogroll
Post a Comment